মানুষগুলো যাচ্ছে রোদ আর আলোর খোঁজে
ধান চারা লাগানোয় কব্জা হওয়া শরীরে তাপ নিতে
ভাবেনি,শীতে নাজেহাল হবে জীবনের ধারা
ভাবেনি জীবন আর এই জীবনের সময়টুকু,
আলো আর অন্ধকার ভরা।


দ্রব্যমূল্যের লাগামহীনতা, নিত্য অভাব আর অনটনে
এ মানুষগুলো যদিও দিশেহারা
স্মৃতির দরজায় কখনো রোদ এসেছিলো কিনা
কখনো বেজেছিল কিনা কল্পনার বাঁশি
গেয়েছিলো কিনা কোন বৃক্ষের ডালে বসা পাখি,
দিশেহারা মানুষ তাও ভাবেনি--
কেবল ভেবে গেছে, বীজ হতে অঙ্কুরিত হবে
এই পৃথিবীর সমস্ত জীবনের আগামী..


কখনো মেঘ আর বৃষ্টির
কখনো ছায়া আর যত্নের ছোঁয়ায়
যে মানুষগুলো আহার যুগিয়ে এসেছে এই এতোকাল
হৃদয়ের শালোক সংশ্লষেণে ফলিয়েছে ফুল ও ফসল
তারা কিন্তু দ্যাখেনি আত্মীয় অথবা অনাত্মীয়
তারা সবটুকু উজাড় করে দিয়েছে বলেই
রাষ্ট্রঘোড়া এতো দ্রুতগামী
যা আপনার স্বপ্ন অথবা দুঃস্বপ্ন হতে অনেক দূরে....