একটা পুরস্কার সবাই পেতে চায় মনে মনে
মাশরাফিও চেয়েছিল
তাঁর ছিল ভুবন জোড়া মাঠ, বুকে বিশাল দম
এক বাক্যে ভালোবাসবার সকল কিশোর তরুন যুবা এদেশের।
*
পথে পা পড়লেই সালাম পড়ে, চিত করা হাত পড়ে
এক ডাকে হাজার মানুষ পড়ে, অবৈধ নোট পড়ে
সে ই মানুষ, তারই কেবল দরকার যশ খ্যাতি প্রতিপত্তি প্রভূত ক্ষমতা।
*
সুখ পেতে চায় সবাই, ভাগাভাগি করতে চায় না
দুঃখকে আহবান করে ভাগাভাগির
ক্ষমতার নয়, দম্ভেরও নয়।
*
মৃত্যু চায় না কেউ, চায় বাঁচতে
আশ্চর্য, এখন আর মৃত্যুর পরে কেউ বাঁচতে চায় না
চায় জীবৎকালে টাকার পাহাড় গড়তে।
*
আসলেই স্বর্গ সুখ এখন কিনতে পাওয়া যায়
গৌতমের চায়ের দোকানে।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,