নবারুণ দা' র মতো বলবো না-কি
আমি একটি ইতরের দেশে থাকি
যে ইতর সারাদেশে ইচ্ছাকৃত মবের জন্মদাতা
যে ইতর ঘরবাড়ি ভাঙে, মানুষ মারে, পুলিশে দেয়
কল্পিত মামলায় ভরে রাখে জেলখানায়
চাঁদাবাজি, লুটপাট ধর্ষণে রেকর্ড সৃষ্টি করে  

আমি একটি ইতরের দেশে থাকি
অসুখ করলে মানুষ ডাক্তারের কাছে যায়
হাসপাতালে যায়
মামলায় পড়লে উকিলের কাছে যায়
আদালত পাড়া তার ঠিকানা হয়
অথচ এ কোন মবের জ্বালা ?
আদালতে দাঁড়াতে পারে না উকিল
চোখখোলা ক্যাঙ্গারু বিচারশালায় কাঁদছে বাংলাদেশ
ঘরেও থাকতে পারে না মানুষ
হন্যে হয়ে খোঁজে পুলিশ আর্মি যৌথবাহিনী।

আমি একটি ইতরের দেশে থাকি
যেখানে সুশীল বুদ্ধিজীবীরা বোবা,
মিডিয়া ব্যস্ত দালালীতে
অধিকার নিয়ে বলবার লোকেরা অন্ধ, বধির
যেখানে নাই কোনো শিক্ষা দীক্ষা নীতি নৈতিকতা
বাজার নিয়ন্ত্রণ
যেখানে প্রতিদিন মুছে দিচ্ছে গর্বিত একাত্তর
আমাদের ইতিহাস ঐতিহ্য, ভুলুন্ঠিত হচ্ছে স্বাধীনতা।

সত্যি ই আমি একটি ইতরের দেশে থাকি
কবি লেখক নামের অমেরুদণ্ডী প্রাণীরা চুপচাপ,
তারা মচ্ছবে ব্যস্ত,
কেউ অপেক্ষায় আছে রুটি ভাগ করবার
আর কেউ কেউ ব্যস্ত আছে ৫০ অক্ষর বেচে  
গুলশান বনানী কিংবা বেগম পাড়ায় ঘর উঠাবার

হায়রে! বিচিত্র দেশ আর বিচিত্র মানুষ!
বাপকে ছিঁড়েখুঁড়ে খাচ্ছে শেয়ালে
আর আমি! সস্মান বাঁচিয়ে আসছি পালিয়ে।