যদি সত্যি সত্যিই আমার কবিতাকে কথা দিয়ে থাকো
তবে---- শতাব্দীর স্রোৎবহা হৃদয় নৌকায় করে
তোমাকে সাজিয়ে নেবো আনন্দ মঠে--   '
এই জেনে, এই ভেবে
বসে আছি হাজার বছর ধরে, হাত দু 'টি প্রসারিত করে।


যদি সত্যি সত্যিই ভালোবাসো
কোন এক দূর গ্রামের অখ্যাত কবির কবিতাকে
তোমাকে ভক্ত বানিয়ে রেখে দেবো জীবনের পুঁজি করে
হৃদপিণ্ডের খু-উ-ব কাছে নীরবে নিভৃতে।


যদি বুক ভরে নিঃশ্বাস নিতে
তোমার প্রেরণাকে কাছে পেয়ে যাই
আমি শতাব্দী ধরে হেঁটে যাবো শত কণ্টক পথে
শুধুই তোমাকে সুখী দেখবো বলে--
যদি সত্যি সত্যিই ভালোবাসো আমার কবিতাকে।


জানো কিনাঃ
স্বপ্ন হারিয়ে গেছে সেই কবে
কঠিন বাস্তব এসে আঘাত করে আমাদের নরম দরজায়
তাই বড় ভয় হয় -- "ঘুণে ধরা সমাজের বরাভয় "
সে জন্যে উচু করে ধরে আছি জীবনের সবুজ সংকেত
তুমি শুধু ভালোবেসে
                      তিলোত্তমা হও ততক্ষণে ।।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
রচনাকাল ১৩/১১/১৯৯৬
নান্দাইল, ময়মনসিংহ