কাল তুমি আসবে
এই পথে
          এই বাঁকে
আমার চেতনার করিডোরে  তাই
কলিং বেল বাজে বারংবার।


দ্যাখো, তোমার  আগমনী পথ
এ বিশাল পৃথিবীর বাঁক
সেজে গুঁজে আছে প্রেমিকার বেশে।


যেখানে পৃথিবীর সবটুকু সুন্দরের অনুভূতি
সাজানো ফুুলে ফুলে পল্লবে পল্লবে
ঠিক যেন মর্মরিত অমর কীর্তি তাজমহল
সেই যে গড়ে ওঠা পৃথিবীর বুকে
কালের মহাশ্মশান
ট্রয়, রোম, অটোমান, অজন্তা, বিদিশা
আজ স্মৃতির অক্ষরে  ভরে
সবই তোমাকে জানাবে স্বাগতম
তুমি আসবে
               এই পথে
                          এই বাঁকে।
***************************
★এটি একটি অগ্রন্থিত কবিতা
   রচনাকাল ১৮/০৮/১৯৯৩ ইং
               সোনাডাঙ্গা, খুলনা