পরিত্যক্ত একটি ব্যাগের ভেতর পেলাম তোমার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
কয়েকটা যুগল ছবি
চাকুরীর পুরোনো ইন্টারভিউ কার্ড
নাগরিকত্ব সনদ
বাবার কাছে লেখা একটি করুন চিঠি
নিজ হাতে আঁকা প্রেমের স্কেচ, নদীর মতো বয়ে চলা রাঙা ফুলের ড্যাবডেবে যৌবন।


অদূরে আরেকটিতে পড়েছিল শুকনো গোলাপ
বকুলের মালা
কতকগুলো আদরমাখা অশ্রুর ফোঁটা
কবে কোনদিনে নরম গালে মাখানো খালি ক্রিমের কৌটা, দুটো চুলের কাঁটা
একটি হাড়ের চিরুনি, টুথব্রাশ, নেইল কাটার,
চোখের কাজল, সাবান শ্যাম্পু টুকিটাকি
গোড়ালি ফাটা একজোড়া পুরনো স্যান্ডেল


বড় আরেকটি ব্যাগে তোমার কাপড়চোপড়
বহুদামে কেনা পছন্দের অন্তর্বাস
আর আমার দিকে পাঠানো তোমার অজস্র ঘৃণা
অথবা দুরন্ত ভালোবাসা


তদুপরি পৃথিবীতে আরো কিছু ভালোবাসা জড়িয়ে ছিলো বলে তুমি অমূল্য ছিলে
পাথর যেমন নীরবে চুইয়ে আনে প্লাবন চোখের
নিঃশব্দে তুমিও চুইয়ে চুইয়ে সবকিছু উজাড় করে   নিজেকে সমাপ্ত করে
মাটির ঘরে নিঃসঙ্গ রয়ে গেলে।


আমাদের চারপাশে চেনা জানা আর প্রিয় মানুষগুলি
এমনি করেই বড় একা হয়ে যায়।
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&