সেই দুঃখগুলোকে গলাটিপে ধরে বলি
আবুল হাসান, রুদ্র শহিদ কত দিয়ে গেলো ঋণ
কবিতার খাতা প্রেমে অপ্রেমে রয়ে গেলো এজমালি
হে যুবক, হে যুবতী
ফুরায়নি এখনো কবিতার রাতদিন
কবিতাই হোক স্বদেশ মাটি, প্রিয়সখা অমলিন।


কবিতায় থাক আগামী পৃথিবী সৃষ্টির আলপনা
কবিতা হউক স্মৃতির মিনারে নতুন উদ্দীপনা
কবিতায় থাক আসাদের শার্ট কবিতায় পল্টন
কবিতা থাকুক  বাংলাবাজার, বই পাড়া অগনন
জোরালো হোক কবিতার প্রেম উচ্চারণের শাহবাগ চত্তর
কবিতাই হোক আশা ভরসা প্রেম চিঠি পত্তর।


কবিতা কেন একুশের মেলা ছুঁয়ে ছুঁয়ে পার হয়
কবিতা কেন এক মৌসুমে দেয় শুধু পরিচয়।


আজ আমি বলি,
শুধু দুঃখ কেন চাষ করে যাও কবি
দুঃখের ক্ষেতে খোঁজ করে নাও সুখ স্বপ্নের চাবি।
******************************
টুঙ্গিপাড়া,