সুখ বলছে দুঃখ আমার ভাই
মিলের থেকে অমিল বেশী জেনো
এই জীবনে যতই তোমার চাই
মনে রেখো এইসব যেনতেন


সৃষ্টি হতে সৃষ্টিতে সব আঁধার
চাঁদ সূর্যের আলোয় হচ্ছে আলো
চলছে তালাশ জ্ঞান ও গরিমার
ভ্রান্তি পথ আর কোন পথটি ভালো


পাথর হতে উৎস জলের ধারা
নদীর শেষে গড়ছে বালুর চর
দেহের থেকে আসছে নতুন যারা
থাকবে না তো ধরায় জনমভর


আসছে যারা যাবার কেবল তাড়া
কেউ তো তারে রাখতে পারে নারে
যতই  করুক  টাকার   নাড়াচাড়া
সহায় শক্তি কূল দেবে না তারে


সুখ বলেছে দুঃখ যমজ ভাই
একের সাথে অন্যের অন্ত্যমিল
একের দেখা অন্যের সাথে নাই
হলেও দেখা দুয়ারে দেয় খিল।


সুখ না হলে দুঃখ থাকবে ঘরে
দুঃখ গেলে,শুধু সুখেই কি সুখ হয়?
দু'টিই থাকুক সবার জীবন পরে
সুখ আর দুঃখ যমজই নিশ্চয়।