সুখে থাকিস  চামেলি
হোল আজ কত কথাকলি
চলি ওই দূর
দেখি পাই কিনা খুঁজে কোন আশ্রয়, একটা সতেজ দুপুর।


মেঠো পথ কাঁদা মাটি ছুঁই ছুঁই
কচু, লাউ লতা, পুঁই
ঢেঁড়স পটোলের ক্ষেত পেরিয়ে চলি
আড়াআড়ি হেঁটে হাঁসফাঁস  
অতঃপরও শুনি প্রতিদিন, "বড্ড বেশী দেরি করে এলি"
কতটা জানিস ভালো, " বলনা চামেলি! "


জানিস ?  নিন্দার নেই শেষ
তোর আর আমার লেশ
পড়শিরা দেখলেই জ্বলে পুড়ে যায়
ভাবে তোর আর আমার কি যেন ঘটেছে নিশ্চয়
দেখতো চামেলি
আমার পূজোর অঞ্জলি
সাজাতে সাজাতে তোর যদি যায় বেলা
আমি বলবো না তুই করেছিস অবহেলা
ভিতরে ভিতরে আমি তোর বসতিতে চলি
কতটা জানিস ভালো, সত্যি সত্যি বলনা চামেলি !


আমার আর তোর এই যে লেনাদেনা
কারো জানা কারো অজানা, যতইনা
তারচে' বেশী রটে
জেনে রাখ চামেলি, তোর আর আমার দেখা হবে ঠিক ঠিক ভগবানের হাটে


কত স্বপ্ন আঁকা ছিল মনে
মধুমতী ছুঁয়ে পিপাসিত ফুল বনে
দহন শুকাবো দুইজনে
কিন্তু  চামেলি
তাড়ানো মেঘের বারতা ঈশানের কোলে খেলে হোলি
হয়তবা ঝড় বজ্রপাতে
পৃথক করিয়া দেবে রাতে।
হোল সেই
প্রজ্ঞাপন সমাজপতির, হবে গ্রাম ছাড়তেই।


হায়! আমার মলিন চম্পক আঙ্গুলে
কখনো যদি প্রেম আসতো ভুলেটুলে
তোরে আঁকতাম মনভরে , দিয়ে রংতুলি
কি করে তোরে ভুলে যাই, বলনা চামেলি!?


সুখে থাকিস চামেলি
জীবনের যত জলকেলি
যতো ব্যথা যতো অভিমান
তোর আর আমার দুস্তর  ব্যবধান
মাড়িয়ে একপথে একসাথে প্রায় গিয়েছিলাম চলি
আজ তার হোল অবসান
দু'জনের দু 'দিকের পথ নিশানাহীন
পাঠিয়ে দিয়ে অঞ্জলি, এবার তাহলে বলি
চললাম, ভালো থাকিস, সুখে থাকিস চামেলি।
****************************
টুঙ্গিপাড়া,১৪/০৫/২০