শূন্য থেকে শুরু করে আবার যখন শূন্যতায়
পৌঁছালাম,
তখনো ভেবেছিলাম আবার যাবো
আবার জন্ম নেবো যোদ্ধা হয়ে, যুদ্ধে যাবার  
আবার ঘুরাবো চাকা রুদ্ধ জীবনের


তখনো ভেবেছিলাম মৃত্যুর মতো অন্ধকার
বিষণ্ণ নদীর মতো বিবর্ণ সন্ধ্যা
সন্ত্রস্ত সীমান্তের নগ্ন পদধ্বনি,
দুর্ভাবনাময় কালো কুৎসিত ভ্রমরের উল্লম্ফ গুঞ্জন
মিইয়ে যাবে বুনো চালের প্রখর রোদ্দুরে


তখনো ভেবেছিলাম স্বপ্নের বুকে মাথা রেখে
বুনতে পারি সমুজ্জ্বল আগামী
ওড়াতে পারি নিঃসীম আকাশে দুরন্ত  ঘুড়ি
নিবিষ্ট সংসারে ফোটাতে পারি শুভ্র হাসি
শূন্য থেকে শুরু করে আবার যখন শূন্যতায়
পৌঁছালাম


আমি মানুষ বলে আশা ভরে রাখি
হয়তো বা দেবে ধরা এ জীবনে,
ভুবন ভোলানো সুখপাখি।