আহা!  অমন করে দেখছো কেন?
ভাবছো গভীর? মাপছো কিনা ওই উঁচু স্তন
জানো তুমি?
কারো কারো দিনরাত্রি যাচ্ছে কেটে পরকীয়ায়
পায় না তবু কারোর শুদ্ধ মন!


একটা পিশাচ পিশাচযোনি যাচ্ছে ঘেঁটে
ভাল্ লাগেনা একঘাটে জল তোলা
দেখছি কি ঘোর?
ফি বছরে মূল্য বাড়ে সব জিনিসের
তবু, কমছে না আর দেহ জলের ঘোলা।


যতই দেখো, দেখতে থাকো
আঁকতে থাকো পাহাড় কিম্বা হ্রদের গভীরতা
ভোগের কাছে ধুকছে সময়
জানছোই তো অশান্তিতে সবটা হৃদয় ভরা
এমন বিষয় খুঁজতে পারো,
যেখান থেকে পাইতে পারো সুখ শান্তির অপার
বসুন্ধরা।