তীব্র শীতে আচ্ছন্ন করে আছে দেশ মাটি মানুষ
সর্ষে ফুলগুলো নুয়ে আছে শিশির প্লাবনে
রোপিত ধানচারা জলের কিনারায়
বেঁচে আছে কোনমতে ;
শহুরে রাস্তায়,বস্তিতে,গাঁয়ের বসতিতে অগুনতি
শীতার্ত মানুষ, প্রাণীকুল।
সুকান্ত যেমন করে সূর্যকে বলেছিল, "হে সূর্য!
শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত আমরা থাকি তোমার প্রতীক্ষায়"
ক'দিন ধরে আমরাও সূর্যের প্রতীক্ষায় আছি
এই মুহূর্তে খুব বেশী প্রয়োজন আলো আর উত্তাপের।


অথচ হিম শীতল উত্তরমেরু কম্পিত হচ্ছে যুদ্ধের তাপে, পাখিরাও নিরাপদ নয় আজ
নিরাপদ নয় ভূগর্ভস্থ খনিজ হতে শুরু করে
এ ব্রহ্মাণ্ডের সকল জীবন
মনুষ্য সৃষ্টি এ যুদ্ধের তাপে তাপিত আমরা
শীতল হবো আর কবে?


জ্বালবার শক্তিধর হে মোড়ল পৃথিবীর!
লোভ আর লাভের পাদটীকা ফেলে
মানুষকে মানুষ বলে মনে করো,
নিতে পারো অগুনতি জীবন মুহূর্তেই
দিতে পারো একটি জীবন, তোমার জনমভর?