আর মুঠোফোন তোমার হাতে
এই নাও দিলাম তোমায় সমস্ত আকাশ পৃথিবীর
সমস্ত বালিকা নধর, নষ্ট উপকরণ, ধ্বংসের শেষ পেরেক, অন্য হাতে ভরসার দুরন্ত হাত।


যুগে যুগে জীবন ও বাতাসের বিষ কান্নায়
কত প্রিয়জন হয়েছে দুঃখের আকাশ
তুমি কোন পথে বাড়াবে তোমার পা
সে তোমার নিশ্চিত মেধা আর মননের অধিকার।


তুমি বাড়াও দু'হাত নিষ্ক্রান্ত ব্যথার দৃষ্টি মেলে
সমস্ত ঘৃণা অবহেলা ঠেলে
ওই তো অদূরে হাসির রেখা পৃথিবীর গায়
হারিয়ে মারীও মড়ক,মানুষ মানুষেরে ভালোবেসে
আবার দাড়িয়েছে নিজ পায়।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,