তিনরাস্তার পাশের বটগাছটা নেই
ওখানে রাতদিন পাখিদের খাওয়া দাওয়া উড়াউড়ি ছিল, ছিল আমাদের বসবার ব্যবস্থা
সড়ক উন্নয়নে বটগাছটা কাটা গেছে
এমনি করে জীবনের উন্নয়নে কত যে কাটা পড়ে বন্ধুত্ব, আত্মীয়তার সম্পর্ক-
আমরাও বেমালুম ভুলে যাই ওখানের বটগাছ, বন্ধুত্ব কিংবা কেউ কারো আত্মীয় ছিল কোনদিন।


রোজকার প্রার্থনায় মসজিদ কিংবা মন্দিরে দেখা হয়, কথা বলে কত প্রিয়জন
কতজন হারিয়ে যায়
সময়ের করিডোর পেরিয়ে অজানা অন্ধকার গুহায়
স্থান শূন্য হয়না তবু , পূর্ণ হয়ে যায়।


নদী, চর, ফসলের মাঠ কিংবা বৃক্ষ, তরুলতা যেমন করে রঙ বদলায়,
আমরা মানুষ তার থেকেও পাল্টে যাচ্ছি প্রতিদিন।


তবু রাস্তার বটগাছ মসজিদ মন্দির কিংবা ফসলের মাঠ পেরিয়ে, মানুষেরই কর্মের, সম্পর্কের কীর্তন চিরকাল, শাশ্বত।