হে বিষাদ! হে কবিতার ভূমি
পঞ্চাশ বসন্ত তুমি খেয়েছ আমার
উইপোকা, বইকাটা মাকড়সহ
ইঁদুরেরা খেয়ে গেছে বহু পাণ্ডুলিপি
আমার বুকের জমিন,ফোটাফুল প্রেমের মুকুল
ভালোবাসা চোখের কোটর।


খেয়ে গেছে পরমায়ু সুখের বসত
কতশত খবরের কাগজে ছাপানো অমর কবিতা সব
প্রতিভার বিজন রাতের ব্যথা
কুয়াশা চাদর।


আর কত কাটাকুটি বেগানা পাহাড়
অর্ধ শতাব্দীর যত জমাকৃত উল্লম্ফ জঞ্জাল।


আমার বেদনা যত, সব রেখে বুকের ভেতর
ইঁদুরেরা খেয়ে গেছে আনন্দ সব,
কবিতার আনন্দ কী জানে না
শৈশব পাখি, বার্ধক্যকাল
তৃষ্ণার্ত ছিলাম খুব, আছি তাই আজন্মকাল
যতকাল উড়াতে পারি স্মৃতিময় কবিতা আমার।
*****************************
টুঙ্গিপাড়া,