কখনো ইচ্ছের কাছে বন্দী থাকেনা সময়
সময় গিয়েছে রেখে অজস্র স্মৃতির স্বাক্ষর
প্রতিভা, তাই তুমি উজান স্রোতে স্মৃতি হাতড়াও?
বিষাদ বিবরে সুস্মিত স্বপ্ন হারাও?
জেনে রেখো, সময়ের কাছে রয়ে যায় মানুষের জয়
সময়ের কাছেই পরাজয়।


সহস্র বৎসর ধরে প্রকৃতির কাছে, মানুষের কাছে মানুষেরই পরাজয় ঘটেছে বারবার
ভয়াল প্রকৃতি, ভয়াল জন্তু মানুষ
খেলেছে ভয়ার্ত খেলা অসংখ্য জীবনমৃত্যুর
তবুও এগিয়ে গিয়েছে সভ্যতা,অতীতের তীব্র তমসা।


ইচ্ছের কাছে বন্দী থাকেনা সময়
সময় গিয়েছে রেখে অজস্র স্মৃতির স্বাক্ষর
প্রতিভা! এবার থামো। স্মৃতি ধরে আর কী হবে?
ওই তো পূবের আকাশ
ফর্সা আলো জ্বেলে সন্ধ্যার পাটাতনে লুকাবে সময়
সময়ের কাছেই বন্দী মানুষ
সময়ের কাছে তার অবশ্যম্ভাবী পরাজয়।