১[]
বহুবার সাবানে কাচলাম নদী
তবুও তৃষ্ণার জল
ওঠেনি কুড়ি বছরের বিরহের দাগ
ফোটেনি আলোজ্বলা তারাদের ফুল
নগরীতে মানুষের কোলাহল।


২[]
নদীর মতো তোমাকেও ধৌত করলাম
সফেদ শাড়ির আঁচলে বাঁধলাম গিঁট
তবুও গেলো না সন্দেহ
এই মন এই দেহের মুল্লুকে কত ঘুরলাম
বুঝতেই পারিনি,
তুমি ছিলে কতটা মানুষ কতটা কালপ্রিট
লক্ষ্যও করেনি কেহ।
************************
টুঙ্গিপাড়া,