চাষবাসই যার জীবন সে কী করে অস্ত্র তাক করা যুদ্ধ বুঝবে, সে বোঝে জীবন যুদ্ধ
অবশ্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধের নামে কয়েকদফা
জিনিসের দাম বাড়লো
অচল অথর্ব হয়ে গেলো জীবনের চাকা
কৃষক সেটা বুঝে গেছে তাই সে পোকা ধরা গাছের পেয়ারাটাকেও খাওয়া শুরু করেছে
এই ভাদ্দরে গাছ তলে পড়ে থাকা অসংখ্য পাকা তাল
শিয়াল নেই যে খাবে
আজ তা মানুষই খাওয়া শুরু করেছে


কেউ কি জানো? সাদা পোশাকে এদেশে বহু মানুষ
যারা সকল অভাবে জল ঝরায় চোখের
বলতে পারেনা, চাইতে পারেনা, উপার্জনও
উহ্ আহ্ করতে পারেনা অথচ ভেতরটা ফেটে চৌচির!


আমি চাষী তাই চাষ বুঝি রাজনীতি বুঝি না
আমার বন্ধু চাষী, হাটে গেলে কোন সবজি বিক্রেতা , আত্মীয় কোন শ্রমজীবী।  
ইট পাথরের দালানে যাদের কাজ, বসবাস, উঁচুতলায় চলাফেরা তাদের আমি চিনি না
সুখটাকে যারা ভাগ করে খায়, জীবনের উন্নতির গাড়ি হাকায় তাদের আমি চিনি না
রোদ্দুর মাখা পুড়ে যাওয়া শীর্ণকায় কৃষক আমার ভাই, পেটে যার সত্যিই খাবার নাই, শরীরে কাপড়
তার থেকেই সোঁদা মাটির গল্প শুনতে চাই


কৃষক পাড়ার যে শিশু কাঁধে ব্যাগ নিয়ে বিদ্যালয়ের পথে হাঁটে ; সেও আগামীর চাষী, কারো নিগৃহীতা
কালচক্রে কেউ যে ধরবে ওপরে ওঠার সিঁড়ি
                             সে সুযোগ কে পায় কখন?
_______________________________________________