কষ্ট নিও না কবি!
জ্বলতে পারোনি বলে
কখনো জ্বলবে না, তা কিন্তু নয়
এ ফাগুন আকাশে একদিন জ্বলতেও পারো
একদিন আলো হয়ে তুমিও দেখাতে পারো
আলোর সঠিক ঠিকানা।


প্রদীপের তেল শুকালে জ্বলেনা প্রদীপ
মেঘ শেষে ঝরে না জলের ধারা
মিলনের শেষে তাবলে হবেনা মিলন পুনর্বার
সে কথা ভেবো না কবি
কী পারে আর কী হতে পারে না
তোমার দিব্যদৃষ্টির কাছে নয় অজানা
তবে কেন হতাশার জল ঝরাও?
কেন আশাবাদী হাতে লেখো না প্রাণের কবিতা?


কবি, কেউ কি বলেছে তোমায়
দুঃখ ছেঁড়ো না, আগলে রাখো বুকে পিঠে ?
আজন্ম দেখেছি যারে গৃহের ভেতর
মন আর বুকের চাতালে-
তাকে আমি তুমি তাড়াই কী করে?
শুধু জেনে রাখো কবি,
যতই আসুক ঝড় আর কুয়াশার দুঃসময়
দুঃখকে করে জয়, এ জমিনে গজিয়ে দাও
সুখী এক কবিতার কোলাহল।


কষ্ট নিও না কবি!
জ্বলতে পারোনি বলে
কখনো জ্বলবে না, তা কিন্তু নয়
এ ফাগুন আকাশে একদিন জ্বলতেও পারো
একদিন আলো হয়ে তুমিও দেখাতে পারো
আলোর সঠিক ঠিকানা।