কখনো অন্ধকার কখনো আলোর ইশারা
কখনো দুঃখ কখনো হাসি ভরা বসুন্ধরা
এইতো আমাদের পরম্পরা.....

দিন শেষে রাত আসে, রাত শেষে দিন
কখনো সুদিন, সুসন্ধ্যায় আলোর ঝকমকি
কখনো বিয়োগব্যথা শোকার্ত মলিন
মানুষ কাঁদে যেন রাতজাগা পাখি।

মানুষের জ্ঞান আছে তাই তার চিরকাল
চিন্তার অসুখ
কর্মই সফলতা তার, সুকর্ম কখনো করেনা বিমুখ।