একটা সুসময়ের জন্যে,
একটা সুন্দর জীবনের জন্যে অপেক্ষায় ছিলাম
সব মানুষই অপেক্ষায় থাকে
সব ভাবনাই একটি জায়গায় এক হয়ে যায়
নাগালটা অধরা থাকলেও কেউ কেউ ছুঁয়ে যায়
সময়ের সাম্পানে চড়ে স্বপ্ন বাগান।


আমারও তো সাধ হয় আশা জাগে খুব।


তাইতো প্রহর কাটেনি অপেক্ষার
অপেক্ষায় থাকতে থাকতে টগবগে তারুণ্য, যৌবন পেরিয়ে বার্ধক্যে পৌঁছলাম,
পাওয়ার লেন্সের চশমা চড়ালাম চোখে,
কত প্রিয়জন, স্বজন হারালাম
কতশত রোগের পথ্য আনলাম ঘরে
তবুও অপেক্ষায় থাকি, অপেক্ষায় আছি--
একটা সুসময়ের জন্যে,
এই দেশ,রাষ্ট্র,সমাজকে যোগ্যতার মঞ্চে দেখবার জন্যে


বহুবার মুগ্ধ সন্ধ্যায়
পায়চারী করতে করতে ভেবেছি আনমনে  
দূরে- ওই তো, নারকেল গাছের কাছে ডুবে যায় পঞ্চমীর চাঁদ,
রাতের জোনাকিরা ফুঁড়ে চলে ঘনঘোর অন্ধকার, কুয়াশার কোমল আর্তি শীতল করে পৃথিবীর মন
তবে কেন মাঝখানে বিষাদ রাত্রির খেয়া?
বাতাসে মাতাল গন্ধ বারুদের?
মানুষ হয়ে মানুষের নিশানা কেন মানুষের দিক?


সবকিছু মুছে দিয়ে আবার বানাতে যাবো না নদী
আবার বহাতে যাবো না স্রোত
আবারও পলল মাটির আশায় থাকবো না বসে আর
কঠিন ভূমিকে চষে ফলাবো সোনার ফসল
দু' হাতের শ্রমে ও মেধায়, ছিনিয়ে আনবো সুসময়।
___________________________________________