কিছু বললে অন্যায় হয়ে যায়
কিছু লিখলেও
লিখি না বহুকাল, জমে আছে সব কথা
বলিও না উচ্চস্বরে--
তা বলে ভেবো না একবারও
এই নীরবতা চুয়ে চুয়ে বিস্ফোরণ হবে না কখনো
কখনো দাঁড়াবো না পল্টন, গুলিস্তানে।


কিছু করলেই দোষ হয়ে যায়
সাথে দুর্নামও
ভাবছো করিনি এতোদিন, তাই বলে করবো না
তাহলে ভেবেছো ভুল
ভালোর মিছিলে এগোতে পারি
জীবনকে বাজি রাখতে পারি
শ্মশান কবরে পাঠাতে পারি
হাঁটতেও পারি অশান্ত নদীকূল।


রাস্তায় হাঁটলেই যদি ভয় দেয়া হয়
ব্যানারে ফেস্টুনেও
তার বদলে কি
যা খুশী তাই করে যাবে একাকার?
ভেবো না একটিবার
ভয়কে এবার করবোই জয়
মিছিলে স্লোগানে হাঁটাপথে হাঁটবোই
রক্তচক্ষু পাড়ি দিয়ে, জানিয়ে দেবো সোচ্চার।