এ কী দেখছি?
একদিকে মনুষ্য তৈরী মারীর কবলে পৃথিবী
পাল্টে যাচ্ছে সকাল সন্ধ্যা, প্রাকৃতিক ভূগোল
একে একে স্বজনেরা যাচ্ছে কবর শ্মশান।


অন্যদিকে রমণী সুন্দরী, রাজনীতি দেহবিলাস
নীরব যুদ্ধের দেশে ধ্বংসস্তূপ হতে কুড়িয়ে সরাচ্ছো সম্পদ, এ লুটেরা কার জন্যে
কিসের জন্যে ? গুহার দুয়ারে মৃত্যুর করাঘাত।


তুমি কি শুনতে পাওনা?
অদ্ভুত ঝড়ে উড়ে গেছে সভ্যতার চৌচালা ঘর
স্নান শেষে আবার স্নান হয়ে যায় যার
তেমন একটি যুদ্ধ হচ্ছি পার


মানুষের জন্য মানুষের যুদ্ধে সামিল
সময় স্রোতে হারাবো না বলে বাড়াই দু'হাত
এসো বাঁচি,বাচাই পৃথিবীকে-- ছাড়ি সুস্থির নিঃশ্বাস।