প্রমত্তা জীবনের নদীকে ধীরে ধীরে  শুকিয়ে যেতে দেখে কষ্ট এসে জড়ো হয়
যদি বেঁচে থাকতেন রবীন্দ্রনাথ  মরা নদীর স্রোতে হেঁটে, কী স্বপ্ন বুনে দিতেন আগামী ফসলের?
পদ্মার ঢেউয়ে ঢেউয়ে নজরুলও একদিন  বুনেছিল স্বপ্ন স্বাধীনতা।


একবিংশ শতকে এসে
মরা স্রোতে চলে গেলো হুমায়ুন তিনজন, রাহমান, শামসুল ।
আপাদমস্তক শিক্ষক ভদ্রপুরুষ আনিসুজ্জামান
বুনেই গেলেন সভ্যতা জীবনভর।
জামিলুর রেজা হতে পারলেন না পার বাস্তবে পদ্মায় তৈরী ব্রীজ
মুফতি শফিও পার হয়ে গেলো  জীবন শতাব্দী প্রায়
স্বপ্নের ফেরিওয়ালা দেখালেও স্বপ্ন বিস্তৃত
ফালা ফালা করে দেয় বুকের জমিন, অসীমের হাতে থাকে ঘুড়ির লাটাই।


তারপর ??
তারপর..........
______________________
রচনাকাল ১৮-০৯-২০