♦১♦


সময়ের তাণ্ডবে পুড়ে পুড়ে যতই
ছাই হোক পৃথিবী আমার
আমরা গড়ে নেবো ঘনবৃক্ষের প্রেম
আবার ঋদ্ধ হবো সমৃদ্ধ  হবো হবে দূর এ আঁধার।


♦২♦


মারীর যুদ্ধে যত ক্ষয় ক্ষতি হয় হোক
যতই তুমি পরাও জীবনে সব হারানোর শোক
তবু লড়ে যাবো, লড়তেই আছি ; জেনো
নিশ্চয়ই কাটিয়ে উঠবো এই মহাদুর্যোগ।


♦৩♦


আবার জমবে মেলা মানুষের হাট
মানুষের কোলাহল
নিশ্চিত এক মারীর যুদ্ধে
হবে হবে জয় ঝরবে না চোখে জল।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,