বায়বীয় উচ্চারণে ভালোবাসা প্রকারভেদে আসে--
কখনো কি যায় সে চলে?


আর জীবন?
জীবন ফেরে না আর-- ফিরে আসে স্মৃতি, হারানোর সংবাদ!
বেঁচে থাকা এই যে সময়, জীবন সংলগ্ন পূবাকাশ
মাঝে মাঝে এক ঝড়ের পূর্বাভাস
সরে গেলে ঝড় অগুনতি আশার মতো তরতাজা হয়ে ওঠে মন--


ফুলেরও শৈশব থাকে
আহা! শৈশব, কৈশোর ফেরে না আর-- এখানেও স্মৃতির কান্না ডুবে থাকে অলীক কাননে একা
স্মৃতির স্বপ্ন সাধই নির্ণয় করে দেয় পৃথিবীতে যতসব ভালোমন্দ থাকা।
    _______________________________