ওই শোনো
এ অসময়েও দূরে ডাকছে কোকিল
কী তার আহবান?
কোন বেদনার বাঁশি তার কণ্ঠে দোলে,
বলতে পারো?
আমাকেও ভাবতে পারো
কোকিলের মতন, গৃহহীন, স্বজনহীন
আমিও ফাগুন এলে আসি এই ঘাটে
বড্ড বেশী ভেতরের উদ্বায়ু প্রেম,
ফুটবার আর ফুটাবার বড্ড বেশী তাড়া


ওই শোনো,
শুনতে কী পাও দূরের আযান ?
কী মোহময় আহবান! বলছে আমাকে,
সময় যে বয়ে যায় আনমনে
সময়ের ট্রেন সময়কে ধরে ধরে ছোটে


এই যে আমি তুমি যুবক বৃদ্ধ কিশোরনওল
অতীত এখন আর আগামী সকাল
কেবলই সাজানো বাগানে নিয়ে ঠাঁই
সুসময়ের কোকিল বনে যাই
তবুতো থাকি উৎসুক
বলতে কী পারি মানুষ হয়ে পৃথিবীতে
দিতে আর নিতে পারি কতটুকু সুখ?