অগুনতি দুঃখকে চাপা দিয়ে জীবনের পথে
এগোতে এগোতে হাঁপিয়ে যাচ্ছি
মরছি , হাবুডুবু খাচ্ছি--
তোমরা কেউ দেখেও দেখো না
জেনেও না জানার অদ্ভুত ভান করে দেশে দেশে
সভা সেমিনার করো
মানুষকে ঠেলে দিয়ে দোজখের লেলিহান শিখায়
বেপরোয়া শান্তির রুটি ভেঁজে খাও।


তোমরা কী জানো না?
মানুষের পৃথিবীতে কতটা সময় মানুষের আশ্রয়?
তবু দিকে দিকে জয়ের নিশান ওড়াবার দৃপ্ত শপথে
মারণাস্ত্রের হুঙ্কারে
আকাশকে বিদীর্ণ করে চলো যুদ্ধের উৎসবে
শূন্য করে দাও জীবনের মানে
বিরান থেকে বিরান করো লোকালয় নগর বন্দর।


আর পারছি না!
যুগে যুগে মানুষেরই আত্ম অহংকারে পুড়ছে মানুষ ; জীবনের আয়ুরেখা পার না হতেই নিভছে জীবন প্রদীপ
থামলে তো ভালো লাগে জানি
সৃষ্টির এই শ্রেষ্ঠ জীবের গভীরভাবে ভাববার অবকাশ হবে কি কখনো?