মনটা বিচলিত হয় ঠিকই, পারিনা যেতে
চোখের কোনে জল জমে, শুকায়
তারাভরা রাতে একদৃষ্টে আকাশ গুনতে গুনতে
রাত শেষ হয়
ভোরের প্লাবন শেষে নেমে আসে আলস্যের ঘুম
পরিযায়ী মন তবু স্বপ্ন দ্যাখে,
যে পঙ্গু অথর্ব বাংলাদেশ ফার্মগেট ওভারব্রীজের ফুটপাতে থালা হাতে ভিক্ষে করে
যে রক্তের বিনিময়ে অর্জিত বাংলার মিরপুর স্টেডিয়ামে এখনও কাতরায় স্বাধীনতা
সেখানে আর এভাবে নীরবে বাঁচতে ইচ্ছে হয়না।


এই শুকনো মন, জল জমা চোখ, তারাভরা রাত,
নির্জন আকাশ, আলস্যের ঘুম, স্বপ্ন পরিযায়ীকে
আমি বিসর্জন দিলাম।  
মোবাইল স্ক্রিনে সদা জাগ্রত দোয়েল পাখিটিকে বলি
আয় একবার শিস দেই নবীন সুরে,
আয় খেলি জোছনায় মায়াবতী খেলা ;
আয় সাজাই রূপের দেশে নদী মাঠ ক্ষেত সারাবেলা
আয় রোদের চকমকি গানে এ বাংলাকে করি
সুজলা সুফলা,
আজো যারা ভোলে নাই পাকি প্রেম, ষড়যন্ত্রের খেলা
আয় ওদের মুখে ছুঁড়ে মারি থু থু একদলা।