কথাটা এমন ছিলনা, তবুও বলা--
আমাদের দিনের শুরুটা ছিলনা ভালো
তবু সেখানে প্রেম ছিল, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিলো
ছিল নদী সরোবর পাখিদের কলরব
আরো ছিল জড়িয়ে থাকার আকাঙ্ক্ষা অপার।


আজ এই রৌদ্রতপ্ত দিনে ফুলগুলো মলিন বাতাসে
ছড়ায়নি গন্ধ তার, শুকিয়েছে জলহীন
মরু বালিকার রাঙা ঠোঁটে তৃষ্ণারা করুণ তাকায়।


দুর্নিবার আকর্ষণও থেমে যায় একদিন, সময়ের হুতাশনে, মিইয়ে যায় অসফল চাওয়া
আমিতো কখনো চাইনি দারুণ বিপ্লবে স্বপ্ন কুড়িয়ে এনে ভরে দেবো আঙিনা তোমার
কখনো চাইনি অতল সমৃদ্ধির বাগানে এনে দেবো
স্বর্গের চাঁদ, ফাগুন বাতাস এলে উড়িয়ে দেবো অগুনতি কবুতর
কখনো এমন কোন দেইনি প্রতিশ্রুতি রাষ্ট্র রাজনীতির তুমুল ঘোড়ায় তোমাকে পৌঁছে দেবো সুখের সহিস


জড়িয়ে থাকার আকাঙ্ক্ষাতো এতোবড় নয়--


হৃদয়ের কল্লোলে নদীও ম্রিয়মাণ হয়েছে জানি
শতরঞ্জি মেলে থাকি তবু
যদি মায়াবী রাত্রির দক্ষিণে একফালি চাঁদ উঁকি দেয়
যদি নিষ্ঠার মাঠে ফোটে সামান্য ফুল
তাতেই তিষ্ঠ হবো খুব
সুতীব্র গন্ধের প্রয়োজন নেই আর ।
_____________________________________________