পুড়তে পুড়তে পোড়ে কান্নার চোখ
সেখানে জন্মায় দুঃখের শৈবাল নতমুখী কল্পনার চাঁদ
মেঘের মত বাড়ায় তৃষ্ণা, গলি মুখে পড়ে থাকা
বৈভবহীন অন্ন খোঁজা বালক
কী তার শৈশব? কোথায় চলেছে তার স্বপ্নের কৈশোর?
পরম সুখে ঘুমন্ত রাষ্ট্রের কিছুই করনীয় নাই যেন
বিরাট বড় আস্ফালন ছাড়া আর
*
পুড়তে পুড়তে পোড়ে তপ্ত বাতাসে সোনালী ধানের ক্ষেত, রুজি রুটি পুড়ে ছাই
বাঁচবো কী করে কোন তার কূলকিনারা নাই
অথচ শনৈ শনৈ প্রগতির চিৎকার
*
পুড়তে পুড়তে শাপের আগুনে পুড়ি খুব
ক্ষুধাময় পৃথিবীটা সোচ্চার, যুদ্ধ যুদ্ধ খেলা শেষে
জীবনই যে নিশ্চুপ,আঁধারের দিক হতে সূর্য উঠুক না আবার।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,