স্বপ্ন আশা ভেসে যায় অজানা ঠিকানায়
ছিল যে সোহাগী চাঁদ বুুকের ভেতর
অসীম চোখের হাসি গীতল শরীর। ছিল যে
কম্পিত ঠোঁট পুষ্পের ঘ্রাণ
ভরা ফসলের মাঠ পরিপাটি সাধ
নগরে বন্দরে গ্রামে উৎসব উল্লাস
সব কিছু ভেসে যায় সাগর মূর্ছনায়।


ছিল যে বোধ বোধের শরীর। ছিল পথচলা
একটানা ইচ্ছে পরস্পর
ছিল দূর কাছে হোক বিজন প্রতিভার
সব কিছু ক্ষয়ে যায় বন্ধ্যা রজনীশেষে
নিয়তির অবাধ্যতায়।


তবু তো বসে থাকি প্রতীক্ষায়, খুঁজে চলি যুবতীর বেশে মধুমতী
হায় আমার  রূপালী  যৌবন!
চেয়ে থাকি সাত রাস্তায়। দৃশ্যমান হোক
মানুষ মানুষেরে ভালোবেসে রেখেছে অটুট সম্মান।
====================================
টুঙ্গিপাড়া