আমাকে যদি তোমার মনের পাত্র হতে
এক ফোঁটা তৃষ্ণার জল দাও
তোমাকে আমি ভালোবাসা দেবো অহরহ
শতাব্দীর সুমহান বাক্যে পুরে একটি অসাধারণ
কবিতাকে উপহার দেবো হৃদয়ে খোদাই করে।


আমাকে যদি তোমার হৃদপিন্ডের কাছে কাছে
একটিবার জায়গা করে দাও
তোমাকে এনে দেবো ইরানের সকল গোলাপ ও রজনীগন্ধা ;


তুমিই তো বলতে
কারো কারো কাছে শর্ষে ফুল অতি প্রিয় ফুল হয়
যুগ যুগ ধরে ভালোবেসে আছি আমিও
হিজলের ফুল,ফুটে থাকা শর্ষে ক্ষেতের অযুত ফুল
পাখি আর শরতের আকাশ


ভালোবেসে আছি একটি প্রিয় মুখ বাংলাদেশ।


বলো,এসবের প্রতি আগ্রহের কমতি আছে কিনা!
তোমার উড়ন্ত করিডোরে এসবের ঠাঁই আছে,
জানি বলেই
হিসেবের খাতা খুলে বসি,
তৃষ্ণার্ত হই বারংবার
মনে মনে  প্রতিজ্ঞা করি --তোমাকেই দেবো সব
যতসব অনুভব,মিলনের প্রগাঢ়তা।
****************************
সোনাডাঙ্গা  খুলনা ১৯৯৩