তোমাকে থামতে বলছি, এখন থামো
বহু যুদ্ধের তুমি সেনানায়ক
সফলতা বিফলতা তুমি জানো।


অনেক তো হলো। আর কত!


এখন থামো, আর কত মৃত্যু মৃত্যু খেলা খেলে
ভীতিময় করে যাবে সব
একবার নিস্তব্ধতা ছুঁয়ে ছুঁয়ে হাঁটো
আউশের ক্ষেত ধরে চলো যাই
ভরপুর নদীটারে দেখি
এসো শুদ্ধস্নান সেরে শুদ্ধতায় রাখি চোখ
মগ্ন হই বিনয়ী প্রার্থনায়, কাঁপাই আকাশ।


তোমাকে থামতে বলছি, এখন থামো
বহু যুদ্ধের তুমি সেনানায়ক
সফলতা বিফলতা তুমি জানো।


অনেক তো হলো।  আর কত!