দুপুর বেলা স্মৃতিরে কই থাক
শ্রীরামকান্দী মাঠের ওপর উড়ছে দুটি কাক
উড়ছে পেঁচা,(ইঁদুর ধরা পেঁচা) হরিৎ বিকেল, শালিক পাখির ঝাক
উড়ছে ঘুড়ি গগন জুড়ি হয়না বীতরাগ।
~~
রাত দুপুরে স্মৃতিরে কই থাক
আমার ঘরের উড়নচণ্ডী যায় তো চলে অন্য ঘরে যাক
দেহের মধ্যে জোয়ার ভাঁটার সুখ পায়তো পাক।
~~
সন্ধাকালে ঘামায় ফেলি নাক
না হয় তোমার স্মৃতির কথাই থাক
কোন ঘরেতে উঁকি দিলে কোন ঘরে দাও হাক
কোন শ্মশানের আগুনেতে পুড়ে হলে খাক !
~~
স্মৃতির কোলে হাতাহাতি ঘুমের শান্তি ফাঁক
তোর বুকেতে আমার দহন রাখ
আমার তীব্র কামনার রঙ নখের মাথায় আঁক
তোর বুকেতে ঝাঁপ মারে যে তারও একখান লাক
তুই তো আমার আপন ছিলি দে দরজায় তাক।
একবার ডেকে বলরে বন্ধু, তুই আমারে মনের মতো ছাক।
******************************
টুঙ্গিপাড়া,৬/৬/২০