সত্যি আমার তোর প্রতি আর মন টানে না
তোর বিহানে সূ্র্য দেখার  আগের মত সাধ জাগে না
তুই তো এখন হোগলা বনের আগলা ফুলের
ফুলকি সোনা
তোর উড়নে গাও গেরামের রোমিও সব উড়ল কিনা


এখন আমায় ওসব কিছুই আর টানে না
টানতো যদি আবার এসে বলতো হেসে
এই আমি তোর সেই আমি
পাড়ার মাথায় তোর আর আমার
যুগল ছবি দে টানিয়ে
যে যা ভাবে ভাবুক বসে
ওসবের ধার আর ধারি না
এখন আমায় অমন করেও
হৃদয় ভরে কেউ কিছু যে আর বলে না


এখন আমায় ওসব কিছুই আর টানে না
টানবে কেন   তুই তো আজও
ওই কূলেতে ভিড়াস খেয়া
তোর কোলেতে এখনো চাঁদ রোজ হেসে যায়
কোমর দোলায় পাগলপারা বৃদ্ধ যুবা
আমার চোখে শুকনো নদী বালুর ধোয়া
মরাকটাল দেহের বেলায়
আলগা তোপের আগুন এখন আর লাগেনা


আমায় এখন ফুলতলা আর হেলাতলা টানে না
নান্দাইল আর রায়পাশায়ও মন টানে না
যদিও তুই ভদ্রা পাড়ে বাঁশের আড়ে
দেখাস শেষের ঝুলছে বুনন পাটের দড়ি
আরো দেখাস ভাংবি হাটে
ভোর বেহানের সেই মিলনের ফসল তোরই
কেবল দায়ী আমার চেতন
তোর কোথায়ও দোষ ছিলনা
আমি ভাবি এ তোর হলো ঘোর ছলনা
সত্যি আমার তোর প্রতি আর মন টানে না