কষ্ট আর শোকের সিঁড়ি বেয়ে উঠে আসো যুবক
ওই দ্যাখো পূবের আকাশ ফর্সা করে আসছে আনন্দ ভোর
হে যুবক, এবার তাহলে
আগোল ভাঙ্গবে দুঃখের
নিশ্চিত পালাবে জাতির দুশমন
খুনি দজ্জাল চোর।


যুবক কান্না নয়
বেদনাশ্রু হোক অঙ্গীকার
দুরন্ত নিশ্চিত লক্ষ্যের কাছে ভিড়াও ধৈর্য্যের ভেলা
সত্যের নিষ্ঠার যোগ
অতলান্ত পাড়ি দিয়ে, আগুন ফুলকি চোখে
নাও প্রত্যয়ী উদ্যোগ।


যুবক, শবের মিছিলে শোক নয় তাপ হোক
বিরহের দ্বার হতে দারিদ্র হঠিয়ে দাও ভ্রাতা
কঠোর পরিশ্রমে মেধা আর কষ্টের সংগমে
দিক হতে দিকে তোমরাই হও ত্রাতা।
****************************
টুঙ্গিপাড়া,