[]১[]
উদাস দুপুর চৈতি রাত
যদি ভেবে থাকো
             কষ্টের ঘামে ভাসাবে আমায়
রুদ্ররূপে ফসলের ক্ষেতে দেবে হানা
পাতবো না তবু ভিক্ষার হাত
মাখবো না কালি আঙুল ডগায়
আবার ফেরাবো মনের সাহস
ফলাবো শস্যদানা।


২[]
আষাঢ় জীবনে আসে তো আসুক
চোখের তারায় ফুল
কিশোর তোমার স্বপনে ভাসুক
প্রতিজ্ঞার আঙুল
যদি নামে, নামুক চোখে শ্রাবণধারা
কারোর চক্ষুশূল
যতই তুমি হও গো কিশোর, ভাঙো
ভাঙো বেদনার ভুল।


৩[]
আকাশ, তুমি শুধু ভালোবাসা দিও
বাকী কাজটুকু আমার
পরতে পরতে শ্রম মেধা দিয়ে
গড়বো বিশ্ব খামার।
★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,