বৃষ্টির ধারাপাত মনেও আসে না আর
ক্ষয়িষ্ণু সময়
জল তৃষ্ণার শ্লোক
কিংবা পাখির উৎসব।
এলোমেলো আমার সারাটা দেহমন
সময় পুড়িয়ে জীবন চিতার ভষ্ম
উড়াই চৌদিক !
যদিও পুড়েছি আগেই রাষ্ট্রের আগুনে।


কে কার খবর রাখে ?
এরই মধ্যে বহু ঘর ভেঙ্গে গেছে মধুমতী বুকে
তৃষ্ণার হাহাকার তবু বাঁকে বাঁকে


এখনো চাতকের মতো চেয়ে থাকি
এখনো নিঃশ্বাসে বিশ্বাস করতে ভালোবাসি
মেঘবাড়ি ছুঁয়ে যদি আসে সৌভাগ্যের ভেলা
তাহলে কি খুব ক্ষতি হবে ?
_________________________________________