রাষ্ট্র এগোবে এটাই তো চায় রাষ্ট্র, দেশ, জনতা
ইতিহাস লেখা হবে গৌরবের, সৌরভের
ইতিহাস লেখা হবে লুটপাটের, কতোটা ভাগে আর ভোগের
লেখা হবে হিসেবের খাতায় কার হাত কতোটা ভারী কার পেট কতোটা খালি কে কতোটা রক্তাক্ত করলো স্বদেশ, কার দেহ রক্তে ভেজা।
তবু তো এগোতে হয়
এগোতে এগোতে কী জলের কিনারায় এসে গেছি ?
চেয়ে দেখো, এখনো চোখের জলে ডুবছে অগুনতি লোক---


জল ছুঁয়ে আরেকবার প্রতিজ্ঞা করো
আরেকবার শক্ত করে ধরো হাল, এ দেশ জনতার
আস্থা বিশ্বাস আর স্বপ্ন নিয়ে জেগে থাক
অনাহারি ভূখা নাঙা শ্রমিক কৃষক


এসো নবীন এতটুকু করি আশা, প্রযুক্তির এই চরম উৎকর্ষ দিনে দোল দিতে পারি এই এখন
চরম শ্রমে আর মেধায় আনি তুলে বীজের ফসল
মুঠো মুঠো সুখ তুলি আগামীর, ফুলের পরাগে মাখি স্বপ্ন অপার
তুলে আনি গহীনের না পাওয়া হাসি একান্ত নিষ্ঠায়।