নির্ঘুম কষ্টের রাত কেটে গেলো গহীন অন্ধকারে
ভাসলো কোলের সন্তান
বৃদ্ধ  বাবা, অশ্রুসিক্ত জননী আমার
ভেসে গেল সহায় সম্পদ, গায়ের কাপড়
নিমজ্জিত ফসলের ক্ষেত, ভরা যৌবন
উপড়ে গেছে সবুজ ভালোবাসা
গাছ গাছালি বিদ্যুতের খুঁটি
গৃহস্থ শূন্য গাঁয়ে চরম বৈরিতা।


এখানে হাত নেই কারো
তবে রাজনীতি আছে, রাজনীতি আছে চালে, ডালে
ত্রাণে, আছে চরম স্বজন প্রীতি,ডান বামে
আছে মৌসুমি প্রেম
আমি কোন দিকে যাবো !


পিতার লাশে খাবি খায় হারানো শকুন
ভেসে যাওয়া গবাদিপশুর দিশা নেই কোনো
চারিদিকে জলচোর
প্রাণের আছে কি কোনো দাম
সংহতি কে কাকে দেখায়
পাখির উৎসবও গেছে থেমে!


ওইতো, পূবের জানলা ফরসা হচ্ছে ধীরে
আসু কোন এক  পথ আসবে সুখের
যা হারাবার তা হারিয়েছি ঠিক
নতুন চরের মত জীবন সাজাই
হায়রে সোনালী  স্বপ্ন সাধ
মুছে গিয়ে নতুন করেই না হয় আসুক ।
********************
টুঙিপাড়া,