আমার কিছু জুতা দরকার
দেশে ছাগল গরু মহিষের চামড়ার দাম কম
বিগত আমলে চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে
অন্য আরেকটা চামড়া শিল্পের অবশ্য রমরমা ব্যবসা
তাতে কিন্তু মজাও বেশী—

বলছিলাম, কিছু জুতার দরকার, ঝাড়ুরও দরকার
জুতা দিয়ে মালা গাঁথবো, ঝাড়ুতে গু মাখাবো
পাঠাবো মিশরে, সৌদি আরবে, জর্ডানে, কুয়েত কাতারসহ মধ্যপ্রাচ্যে
ও' শালাগো ওটাই পাওনা—

প্রভু, ঈশ্বর, আল্লাহ, ভগবান যাই বলি না কেন
উনি কেন যে এভাবে নিয়তিটা লিখলেন?
মানুষ হয়ে সহ্য করি কীভাবে?

জানি, চিরকাল এভাবেই দূর্বল সবলের হাতে মার খায়
ঈশ্বর এখানে নির্বিকার
অবলা প্রাণীর মতো পৃথিবীতে আমরা আসি আর যাই
মাছ মাংস মানুষের খাবার টেবিলে উঠবার মতো আমরাও ওদের নিশানা হই, মরে যাই....

যদিও কিছু মানুষ মাতৃভূমি মাতৃভূমি করে গলা ফাটায় আর তাবৎ মানবকূল ঈশ্বরের মতো থাকে নীরব, নির্বিকার....