দাঁড়িয়ে আছি তৃষ্ণার চোখে
এখনো কিনতে পারিনি রোদ, রোদের বিকেল
ফাগুন হেঁটে গেছে বহদূর জোছনার হাট
দুঃখ কষ্ট বন্দী বাক্সগুলো ক্রেতা খু্ঁজে পায়নি
বলেই চলমান তারল্য সংকট
তাই বলে হবো না পিছপা কিছুতেই
আদিগন্ত স্বপ্ন নিয়ে থাকবো না হয়,সময়ের অপেক্ষায়


রোজই দাঁড়াই
ফলবতী দুঃখের কিনারে ফোটা ফুল
আজও দিয়ে যায় আলোর দক্ষিণের ঘ্রাণ
তবু ভাড়ারে অন্ধকার, দৌড়ায় ক্ষুধার রাক্ষস
হাটে তুলি আন্দোলন
মৌনতার মিছিলে জ্বালাতে আগুন।


দাঁড়িয়েই থাকি
যুবকের ঘামঝরা রেমিটেন্স ভেঙ্গে
স্বপ্নকে বুকে করে কোন লোলুপ
লোপাট করে সমুজ্জ্বল আগামী!
তাকে দেখি, চিনে রাখি
তার বুক অভিশাপে করি ফালা ফালা


হায় দুঃখ! হায়রে কষ্ট! তুই আমার শালা!