১)
জীবনের পড়ন্ত বেলা
খুব বেশী বাকী নেই হাতছানি সন্ধ্যার
ভুলে যেতে বসেছি স্মৃতির সকাল
কবে কোনদিনে দিয়েছিলে ঘ্রাণ
পুষ্প রজনীগন্ধার।


২)
জীবন থেকে সমস্ত নেশারা চলে যায়
হাতে হাত রাখা স্মৃতিটাও
তবু, জানি না কীসের টানে
আজও তুমি আমার, কবিতার পাতা উল্টাও।


৩)
যা কিছু খুইয়েছি
যা কিছু বেদনা, সবই তো আমার
এ অনন্ত চরাচরে আনন্দ বিনোদনে
যতটুকু রেখেছিলাম, সবটুকু তোমার।