এতোটুকু ব্যথায় যদি ককিয়ে ওঠো
এতোটুকু বেভুল ভুলে হারিয়ে বসো, পাবে কী করে তাকে, যার নাম সুখ !
এইটুকু ছোট কুয়ো সামান্য জলের
তাকে যদি দিঘী বলো জলের আঁধার বলো
সারাটি জীবন ধরে সাঁতরাই দেহ মেলে
তাকে কী বলে ডাকবে বলো রাতের ডাহুক।


এতোটুকু দুঃখবোধে
পার হতে চাও যদি জীবনের নদী
এতোটুকু তৃষ্ণায় কাকভেজো যদি ওষ্ঠের শেষ অবধি
এইটুকু হাসি হেসে কান্নায় ডোবো যদি, কী করে জানবে তাকে, যার নাম আশা!
সময়ের দড়ি বেয়ে মিটিয়ে অপূর্ণ ক্ষুধা
বাঁধার গণ্ডি ছেঁড়ে  সুখে দুঃখে এক হলে
যাকে বলে প্রেম প্রীতি স্বর্গের ভালোবাসা।
********************************************
টুঙ্গিপাড়া,