আহা! কত আর তোমাকে করবো বিশ্বাস
একে একে তুমিও হয়েছো স্বৈরাচার, কুসুম ঘাতক
কত রক্ত ভেজালো ভূমি, কত ত্যাগ, শ্রম, মেধা
কত আত্মাহুতি দিতে হলো বারেবার
তোমার বাড়ানো হাতে সুগন্ধ নেই আর
ওই তো দেয়ালে লেখা রক্তের অক্ষর, লেখা থাক স্মৃতি আর সুগভীর ইতিহাস


কত আর তোমাকে করবো বিশ্বাস
একে একে তুমিও হয়েছো স্বৈরাচার, মুখোশ মানুষ
তোমার লোভের তৃষ্ণা কতটা গভীর--কতটা সম্পদে তুমি সুখী--কতটা ওড়াতে চাও ভোগের ফানুস!
জানতে চাই না আর
স্বপ্নের পাটাতনে নাম লিখে তুমিও হয়েছো স্বৈরাচার


কী করে তোমাকে করবো বিশ্বাস
ওই দেখো দিকে দিকে ক্রন্দন, ক্ষুধা, জ্বরা অভাবের চিৎকার। ওই তো ব্যথাতুর হৃদয়ের হাহাকার
ওই তো মুমূর্ষু চায় একটুকু বাঁচবার আশ্বাস!
তুমি তবু গুটিয়ে হাত কেবল বাড়াও দীর্ঘশ্বাস


বহু আশা ভালোবাসা নিয়ে ছিল বসবাস
সৃষ্টির মধ্যেই আনবো প্রেম
আনবো সচ্ছলতা ভ্রান্তিহীন পথ চলা নির্ভার
একে একে তুমিও হলে স্বৈরাচার।
★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,৬/৮/২১