আহা!  কী সুযোগ!  কী সুবিধা!
অনন্তকাল মেসেঞ্জারে কথা বলছি আমরা
তারপরও শেষ হলো না কথা
হলো না বলা সেই প্রিয় কথা, প্রিয় উচ্চারণ
গুঁজে দেয়া হলোনা খোঁপায় গোলাপ বাগান
ওষ্ঠের চুম্বন
হলোনা দেখা অধরের মিষ্টি হাসি চোখের কাঁপন


অথচ হাত গলে পেরিয়ে গেলো নিয়ম শৃঙ্খলা
সময় গুনে তাই এখন  আসেনা কাগজ
কবিতার অক্ষর
সময়ের চাকায় চায়ের কাপে ওঠেনা দু'চামচ চিনি
কর্নিয়া নিতে পারেনা সুসংহত ছবি, ভোকাল লেন্স নাকের ডগায় বিরক্তিপর ঝুলে থেকে থেকে
কিশোর বেলার হাতড়ায় স্মৃতি


আচ্ছা! এই যে বিস্তর আলাপন রাতদিন
সত্যি মিথ্যার মিশ্রণে
শেষ কথা বলে কিছু হয় কি ?
চাঁদের আলোর কাছে ম্লানমুখী সন্ধার এক চিলতে জোনাকি।


ভাবছি বৈকি!
আবার আসবো কি ফিরে ? বলবো কথা মেসেঞ্জারে
পাড়ি দেবো বিচিত্র জীবনের চৌকি।
দেখা যাক সত্যটি।
__________________________
টুঙ্গিপাড়া,