সত্যি আমার উচিত ছিল
উচিত ছিল সবার আগে তোমার দলে সভ্য হওয়া
আগে তোমার নরম দিলে সামান্যটাই আঁচড় খাওয়া,
না হয় হোত একটুখানি আসল থেকেও উপরি পাওয়া
না হয় হোত পাগলপারা  মধুমতি নদীর নাওয়া।


উচিত ছিল তোমার বাড়ি আমার বাড়ির নিকট হওয়া
পরিশ্রমের দ্বিধায় পুড়ে স্বপ্নালোকে বারেক চাওয়া।
উচিত ছিল তোমার দেওয়া সেই মোহময় কথায় থাকা
উচিত ছিল তন্দ্রাবেশে অমনি হেসে হাসির ছলে
                             হৃদয় খুঁড়ে কাব্য লেখা।


এখনতো আর পিছন ফিরে,আর তাকাবার সময়টি নেই
এখনতো সেই পোড়া শশী পলক ফেলে চোখ রাঙাবেই
আমি আমার পথ নিয়েছি,ভালোবাসার ফুল পেয়েছি
নাইবা পেলাম এই জীবনে মনের মতো যা চেয়েছি।


উচিত ছিল, উচিত ছিল, সত্যি আমার উচিত ছিল।