রাস্তা ধরে হাঁটো মানুষ, আহা কষ্টে আছে যেজন
নেইকো বাঁধা তাকে দিতে তোমার মনের আসন।
অল্প কিছু আহার দিলে যাহার খুশীর বন্যায়
হেসে ওঠে এই ধরণী ভাসে পাপ তাপ অন্যায়
যে মানুষটি পথ পাশে কাটায় রোদ বৃষ্টি ঝড়ে
নিত্য তাহার কষ্ট চলে  ঐ আসমানী তার ঘরে
হয় কিছু রোদের ভিক্ষা নয়তো শীতের কাপড়
দাও হে কুদরতি হাত  উদার অসীম চাদর !


জন্মনিলেই মৃত্যু হবে  হ্যাঁ সকল জনেই জানে
একের জন্য অন্য জনে বাড়াই হাত এইক্ষণে
দিলে কিন্তু কম হবেনা তোমার সকল সহায়
বেড়ে বেড়ে দ্বিগুন হবে কয় পাক নবী নিশ্চয়
অন্য সকল ধর্মে বলে একই রকম বচন
ধন্য হবে মানব ধরা সুখ পাবে সব স্বজন।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,৩০/১২/২০২০