নিজেকে মানুষ ভেবে উদাসীন হই ক্ষণে ক্ষণে
মানুষ আর মানবিক ভাবনা কী আছে এই মনে?
তবুও মানুষ হয়ে
মানুষের আঙ্গিনায় চাষাবাদ করেছি বহুত
ওঠেনি গোলায় ধান, চড়েনি হাড়িতে ভাত
পাইনি কো একমুঠো খুদ
এতো স্বল্প মূলধনে
কী করে শোধরাবো জীবনের অগুনতি সুদ?
মানুষ জনম শুধু অবদান তার, ছায়াসঙ্গী ছিলো হয়ে
কোমলস্য মেঘ
তবুও কী পাবো পার? এ আমার চরম উদ্বেগ।